যেন কেঁচো খুুঁড়তে বেরিয়ে এলো সাপ!

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ জুন, ২০২৪ at ১০:১১ অপরাহ্ণ

রাঙামাটির কাউখালী উপজেলায় একটি সিএনজিচালিত অটোরিকশা চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তার দুজনই অস্ত্র মামলার আসামি৷ যেন কেঁচো খুঁড়তেই বেরিয়ে এল সাপ!

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ জুন উপজেলার বেতবুনিয়া এলাকা থেকে মো. শাহাদাত হোসেন নামের এক ব্যক্তির মালিকানাধীন একটি সিএনজিচালিত অটোরিকশা চুরি হয়। এ ঘটনার পর অভিযানে নামে পুলিশ। ঘটনার তিনদিন পর মঙ্গলবার (২৫ জুন) দুই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করে স্থানীয়রা।

পরে জিজ্ঞাসাবাদে তারা চুরির পরিকল্পনার কথা স্বীকার করলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দুজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিরা হলো- মো. আজাদ (২৭) ও মো. সোলেমান (২৭)। এরমধ্যে মো. আজাদ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শাহ নগর এলাকার আবুল কাসেমের ছেলে আর মো. সোলেমান মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবপুর এলাকার দেলোয়ার হাওলাদারের ছেলে।

তারা দীর্ঘদিন ধরে চুরি ডাকাতিসহ বিভিন্ন অপরাধের জড়িত জানিয়েছে পুলিশ। তবে দুজনকেই সিএনজি অটোরিকশা চুরির মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

বিষয়টি নিশ্চিত করে কাউখালী থানার এসআই সাগির হালদার জানান, গ্রেপ্তারের পর দুই আসামিকে জিজ্ঞাসাবাদে জানতে পারি, তারা দুজনই চট্টগ্রামসহ বিভিন্ন থানায় অস্ত্র মামলাসহ একাধিক মামলার আসামি। একই সঙ্গে পেশাদার চোর-ডাকাত দলের সক্রিয় সদস্য। থানার ওসি রাজীব চন্দ্র কর জানান, চুরির মামলায় দুজনকে আদালতে পাঠানো হয়েছে। পুরো চোর চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে শত শত আইনজীবী
পরবর্তী নিবন্ধরাউজানে তিন ছাত্রকে বলাৎকারের অভিযোগে হুজুরকে গণপিটুনি