বেশ কিছুদিন ধরে সীমান্তে ভারত এবং চীনের মধ্যে উত্তেজনা–সংঘর্ষ চলছে। চলতি বছরের জুনে লাদাখে সংঘর্ষে প্রাণ গেছে ২০ ভারতীয় সৈন্যের। সেসময় চীনের বহু সেনা সদস্যর প্রাণ গেছে বলে দাবি করেছিল ভারত। তবে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি চীন। এরপর আরও কয়েকবার দুদেশের সীমান্তে উত্তেজনা দেখা গেছে। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। এমন সময় চীনা সেনাদের কান্নার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। চীনা সেনাদের কান্নার ভিডিও নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে তাইওয়ান নিউজ। প্রতিবেদনে দাবি করা হয়েছে, সংঘাতপূর্ণ সীমান্তে যাওয়ার পথে বাসে হাউমাউ করে কাঁদছে চীনের সেনারা। ভিডিওটি সপ্তাহখানেক আগে মূলত চীনা সামাজিক যোগাযোগের মাধ্যম উইচ্যাটে প্রকাশ করা হয়। যদিও পরে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু সরিয়ে নেওয়ার আগেই এটি ছড়িয়ে পড়ে। খবর বাংলানিউজের।