যে যেতে চায়,তাঁকে যেতে দাও; কেন সামনে দাঁড়িয়ে
অনুনয় বিনুনয় করে মাতম করো কারবালার!
আমরাতো রাজপথের পথিক, রাজার সাথে সখ্যতা পুরোটা জীবন,
যেখান থেকে শুরু করেছি; সেখানে আর ফিরবো না কোনদিন!
ফিরে যাক; ফিরে যেতে দাও –পূর্বপুরুষদের পরম্পরা মোকামে,
আরাম করে বসত করুক ; দ্রাক্ষা ফল আর রসে!
এমন যাওয়া কেমন সুখের হতে পারে,
তা আমরা কেউ না জানলেও,
যে যায়; সে জানে!সে এই সুখে এতই মোহবিষ্ট থাকে যে,
ভুলে যায় অতীত, মুছে ফেলে পিছুটান!
যিনি কাছে থাকেন, লালন করেন, পালন করেন
তিনি সর্বকালের সর্বসেরা মহাজন!
তিনি ভালোবেসে ডাকেন বলে আমরা যাই,
তাঁর ভালোবাসা এতই মধুর, তা পান করে
অনাদিকাল কেটে যায়, শেষ হয় না নেশা,
হবেও না কোনদিন,
সব কিছু হবে বিলীন, নেশা রবে অমলিন!
দাও, যেতে দাও, এগিয়ে দাও!
বলে দাও– বিদায় প্রিয়তম, বিদায় অনন্ত, অসীম!