যেখানে পাহাড়

অপু বড়ুয়া | বুধবার , ১২ মার্চ, ২০২৫ at ১২:০০ অপরাহ্ণ

যেখানে পাহাড় দাঁড়িয়ে রয়েছে সেখানে আমার বাড়ি

আঁকাবাঁকা পথে যায় ধীরে ধীরে সারি সারি গরু গাড়ি।

 

পাহাড়িকা নদীবেগে ছুটে চলা আছড়িয়ে পড়ে কূলে

সেই তীর থেকে সাদা সারসেরা উড়ে যায় ডানা খুলে।

 

ঘাটে বাঁধা নাও;ওই নাও বেয়ে দিতে হবে নদী পাড়ি

ওই পাড়ে গেলে পাহাড়ের পাশে আমাদের প্রিয় বাড়ি।

 

আমাদের বাড়ি গাছপালা ঘেরা চৌচালা টিনে ছাওয়া

সাগরের পাড়ে ঝাউবন থেকে আসে ঝিরিঝিরি হাওয়া।

 

যেখানে পাহাড় ঝরণা নামায় সেখানে আমার বাড়ি

বুনোপথ ধরে হেঁটে গেলে সোজা যাওয়া যায় তাড়াতাড়ি।

 

বাড়িটা আমার,বাড়িটা আমাদের সাতপুরুষের গেহ

মাটির উঠান; উঠানে ঘুমালে জুড়ায় পরান দেহ।

পূর্ববর্তী নিবন্ধছোট্ট গ্রাম
পরবর্তী নিবন্ধআকাশ