চট্টগ্রাম–১১ আসনের বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন একটা স্লোগান হচ্ছে ১১ তে ১১ অর্থাৎ ১১ আসনে ১১ টা বিষয়ের উপর আমরা গুরুত্ব দিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি। ১২শ বেডের হসপিটাল, চট্টগ্রামে ভোকেশনাল সেন্টার, আইটি, পানির সমস্যা সমাধানসহ আরো কিছু বিষয় আছে।
তিনি গতকাল শুক্রবার দুপুরে নগরের ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। এদিন শামসুল আলম জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে তিনি স্থানীয় লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং দোয়া চান। পরে তিনি নিউমুরিং তকতারপুল এলাকা সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় খসরু বলেন, দেশের ক্রান্তি লগ্নে মানুষের আস্থা সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর। যে কোন ক্রান্তিলগ্নে বিএনপি দেশের মানুষের পাশে ছিল।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা নির্বাচিত সরকার আসুক, মানুষ তাদের মালিকানা ফিরে পাক, ভোটাধিকার ফিরে পাক, দেশে নির্বাচিত সরকার আসুক, তাদের জনপ্রতিনিধিরা সংসদে যাক।কোন অনির্বাচিত সরকার দেশের মানুষের আশা পূরণ করতে পারে না। এটা বারবার প্রমাণিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ, মহানগর বিএনপির সদস্য সরফরাজ কাদের রাসেল, হাজী হানিফ সওদাগর, বিএনপি নেতা রোকনউদ্দিন মাহমুদ, মোঃ নুরুজ্জামান,আবু সালেহ, মাহবুব এলাহী, মোঃ আশরাফ জাবেদ আনসারী, মোঃ ইমরান, মোজাদ বারেক।











