সোনাগাজী সমিতি চট্টগ্রাম আয়োজিত সমিতির সাবেক দপ্তর সম্পাদক মরহুম হাফেজ জসিম উদ্দিনের স্মরণে দোয়া মাহফিল গতকাল বাদ মাগরিব আগ্রাবাদ হোটেল জামান‘স এ অনুষ্ঠিত হয়। সমিতির সিনিয়র সহ–সভাপতি এডভোকেট বেলায়েত হোসেন সভাপতিত্বে ও যুগ্ম–সম্পাদক আবু আহমেদ মিঞার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম–সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন ভুলু। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ। প্রধান অতিথি বেলায়েত হোসেন ভুলু বলেন, হযেই দেশে গুণীদের কদর নেই সেই দেশে গুণীজন জন্মায় না। হাফেজ জসিম ছিলেন আপদ মস্তক একজন জাতীয়তাবাদের অগ্রদূত, তিনি তার জীবদ্দশায় দেশ ও সমাজের জন্য নিরলসভাবে কাজ করেছেন, কর্মজীবনে তিনি ছিলেন, সৎ, আদর্শবান, নিরহংকারী, সদালাপী ও পরোপকারী। বিশেষ অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ মরহুম হাফেজ জসিম উদ্দিনের সাংগঠনিক কর্মের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও প্রফেসর মরহুম আবুল কাশেম চৌধুরী, খুরশিদ আলম, শাহজাহান ফিরোজ, ইঞ্জিনিয়ার শাহেদসহ বহু সোনাগাজীর কৃতী সন্তানদের নিয়ে বক্তব্য রাখেন, সোনাগাজী সমিতি চট্টগ্রামের উপদেষ্টা পরিষদের সদস্য জসিম উদ্দিন, খুরশিদ আলম, হোসাইন আহমদ, নুরুল আবছার তৌহিদ, শেখ সাজ্জাদুল হক, জহিরুল ইসলাম, সাইফুল আলম, সাইফুল ইসলাম, হারুন অর রশিদ, আবদুস সোবহান সুমন, মিজানুর রহমান, শাহদাত হোসেন বাবুল, গিয়াস উদ্দিন, এডভোকেট মনির হোসেন বিপলু, মঈন উদ্দিন হাসান চৌধুরী রাজু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










