যে হত্যাকাণ্ড বিশ্ব দেখেছে তার বিচার এক বছরেও শুরু না হওয়া রহস্যজনক

আলিফ স্মরণে দোয়া মাহফিলে আইআইইউসি উপাচার্য

| বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ at ৭:৪৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, যে নৃশংস হত্যাকাণ্ড সারা বিশ্ব দেখেছে তার বিচার এক বছরে শুরু না হওয়া রহস্যজনক। চার্জশিটভুক্ত সব আসামিকে গ্রেপ্তার না করায় আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। ন্যায়বিচার দ্রুত নিশ্চিত না হলে সমাজে শান্তি প্রতিষ্ঠা অসম্ভব। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ শুধু একজন আইনজীবী ছিলেন না, তিনি ছিলেন ন্যায় ও সত্যের পক্ষে এক নির্ভীক কণ্ঠস্বর। তার পৈশাচিক খুন আমাদের মনে গভীর বেদনা সৃষ্টি করেছে।

গতকাল বুধবার আইআইইউসির আইন বিভাগের ১৯ তম ব্যাচের প্রাক্তন ছাত্র, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আইআইইউসিতে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জোহর নামাজের আইন বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় দোয়া মাহফিল পরিচালনা করেন আইআইইউসি কেন্দ্রীয় মসজিদের খতিব এবং হাদীস বিভাগের প্রফেসর ড. শফিউল আলম ভূঁইয়া। এতে আরও উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন ও লেখক প্রফেসর ড. মাইমুল আহসান খান এবং এডিশনাল রেজিস্ট্রার মুহাম্মদ সোলাইমান মিয়া ও মোহাম্মদ আমানউল্লাহ। এদিকে গতকাল বুধবার বিকালে ‘ল’ ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়। স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। এছাড়া সাইফুল ইসলাম আলিফের শিক্ষক, সহকর্মী ও ‘ল’ ডিপার্টমেন্টের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নামে একটি বিশেষ কর্নার স্থাপন এবং ভবিষ্যতে আলিফের কন্যাকে বিশ্ববিদ্যালয়ে ফুলফ্রি স্কলারশিপ দেওয়ারও প্রস্তাব করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহানগরী জামায়াত ও ছাত্রশিবিরের সমন্বয় বৈঠক
পরবর্তী নিবন্ধবাগীশিক মহানগর সংসদের পুরস্কার বিতরণ