যে ধ্বনিতে দীপ্ত হয় প্রিয় কণ্ঠস্বর

বোধনের তিন যুগ পূর্তি অনুষ্ঠান

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১০ জানুয়ারি, ২০২৩ at ৪:৪৪ পূর্বাহ্ণ

ধ্বনির সম্পদ আছে আমাদের চেতনার গভীরে, যে ধ্বনিতে দীপ্ত হয় চিরচেনা প্রিয় কন্ঠস্বর’ শিরোনামে বোধন আবৃত্তি পরিষদ, চট্টগ্রামের তিন যুগ পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান গতকাল সোমবার জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সুহৃদ সম্মেলনে বক্তব্য দেন সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন, অধ্যাপক রীতা দত্ত, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, শিল্পকলা একাডেমীর সহসভাপতি জাহাঙ্গীর কবির, অ্যাড. বিশ্বজিৎ দাশ ভুলু, মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ, উদীচী সভাপতি ডা. চন্দন দাশ, সংগীতশিল্পী কাবেরী সেন গুপ্ত, জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সাংবাদিক রিয়াজ হায়দার, অধ্যাপক শামসুদ্দিন শিশির, নাট্য নির্দেশক মোসলেম উদ্দিন শিকদার লিটন, অধ্যাপক মাসুম চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া, সজল চৌধুরী, সাবিরা সুলতানা বীণা, কবি জিন্নাহ চৌধুরী, নান্টু বড়ুয়া, মোহাম্মদ আলী টিটু, মাইনুদ্দিন কোহেল, সুজিত চক্রবর্তী, সাংবাদিক ঋত্বিক নয়ন, নাট্যজন শুভ্রা বিশ্বাস, সাবের শাহ, আমিন মুন্না, মসরুর হোসেন, কবি আলী প্রয়াস, বনকুসুম বড়ুয়া নুপুর, ডা. অনিন্দিতা চৌধুরী, মুজাহিদুল ইসলাম, হামিদ উল্ল্যাহ।

শুভেচ্ছা উপহার প্রদান করে উদীচী, তারুণ্যের উচ্ছ্বাস, স্বপ্নযাত্রী, স্বপ্নতরী, উচ্চারক, কবি নজরুল একাডেমী এবং দৃষ্টি। কবিতা পাঠ করেন অরুণ শীল, উৎপলকান্তি বড়ুয়া, রিমঝিম আহমেদ। সভাপতি আব্দুল হালিম দোভাষের সভাপতিত্বে বোধন সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সঞ্চালনায় ছিলেন প্রণব চৌধুরী, তৈয়বা জহির আরশি, লাভলী আক্তার নিশাত এবং সেতার রুদ্র ঈশিতা।

পূর্ববর্তী নিবন্ধকৃষিপণ্যের মর্যাদা পেল পাট
পরবর্তী নিবন্ধঅনলাইনে মনোনয়নপত্র জমা, পাইলট প্রকল্পের ভাবনা ইসিতে