যে কারণে নিজের ধান ক্ষেত জ্বালিয়ে দিলেন কৃষক নিজেই

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ নভেম্বর, ২০২৩ at ৯:৫৬ পূর্বাহ্ণ

ফটিকছড়ি পৌরসভায় ধান ঘরে তুলার আগেই নিজের ধান ক্ষেতে আগুন দিয়ে সব ধান জ্বালিয়ে দিয়েছেন মো. আলম নামের এক কৃষক। গত মঙ্গলবার ফটিকছড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর রাঙামাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

কৃষক মো. আলম বলেন, আমি অন্যের জমিতে ধান চাষ করি। যুগ যুগ করে এভাবেই চলছে নিজের কৃষক জীবন। হঠাৎ করে কিছুদিন আগে আমার ধান ক্ষেতে পোকার আক্রমণ দেখা যায়। সাথে সাথে বাজারে গিয়ে ওষুধের দোকান থেকে ছয়বার করে মোট ১২ হাজার টাকার ওষুধ নিয়ে সাতবার স্প্রে করেছি। কিন্তু কোনো কাজ হয়নি। ধান কাটার আগেই সব ধান নষ্ট হয়ে গেছে। তাই রাগেক্ষোভে সেই ধান বাড়ি না নিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন আল রাকিব বলেন, আমার মনে হয় ফটিকছড়িতে কৃষি মেডিসিন ও পণ্য যারা বিক্রি করে তাদের প্রতিষ্ঠানে সরকারের অভিযান চালানো উচিত। কিছু অসাধু ব্যবসায়ীর কারণে অনেক কৃষকের কষ্টে ফলানো সোনার ফসল তো নষ্ট হচ্ছেই, সর্বস্ব হারিয়ে তারা হয়ে পড়ছেন নিঃস্ব।

পূর্ববর্তী নিবন্ধগাউছিয়া কমিটি কোনার দোকান শাখার মাহফিল
পরবর্তী নিবন্ধসিএসইতে আইআইইউসির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল পরিদর্শন