যুবসেনা কোতোয়ালী থানার অভিষেক অনুষ্ঠান

| মঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৩০ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইসলামী যুবসেনা কোতোয়ালী থানা শাখার অভিষেক অনুষ্ঠান ও সেনানী সফর সীতাকুণ্ডের রাজবাড়ী পার্টি হলে গত শুক্রবার অনুষ্ঠিত হয়। সংগঠনের সেক্রেটারি নাসির দস্তগীরের সঞ্চালনায় এবং সভাপতি আবু তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় সহ আইন সম্পাদক এডিএম আরুছুর রহমান।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মোঃ গিয়াস উদ্দিন নেজামি। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড মাদ্রাসায় সৈয়দিয়া তৈয়বিয়ার শিক্ষক মাওলানা মোঃ নোমান রেজা কাদেরী। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মোঃ মীর জামাল বেলাল, সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল আজিম বাপ্পি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আরিফ শাহ, অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর, প্রচার সম্পাদক মোহাম্মদ মনসুর আলম লিভলু, মোঃ জামাল উদ্দিন, শফিকুল ইসলাম, ফরিদ হোসেন, গোলাম ইয়াসিন, জিহান শরীফ, মোহাম্মদ আলী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে পুলিশ সুপার শফিউল্লাহ পারিবারিক বিবাদ ও মাদক রোধে এগিয়ে আসার আহ্বান
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ