যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

নগরীতে মিছিলের প্রস্তুতি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৭ অক্টোবর, ২০২৫ at ১০:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত সেতু এলাকায় সরকার বিরোধী মিছিলে যোগ দেওয়ার প্রস্তুতিকালে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত রোববার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন, যুবলীগ নেতা মো. রুবেল ও আলী। পুলিশ জানায়, গ্রেপ্তার দুই যুবলীগ নেতা মো. রুবেল ও আলী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলি চালানো মামলার আসামি দেলোয়ারের সহযোগী। গতকাল সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। খুলশী থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, দেলোয়ারের সহযোগী রুবেল ও আলীকে ডিবি আমাদের হেফাজতে দিয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। দেলোয়ার চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা এবং হেলাল আকবর চৌধুরী বাবরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তিনি গত জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের সময় প্রকাশ্যে গুলি চালিয়ে ছাত্র হত্যার মামলার প্রধান আসামি।

পূর্ববর্তী নিবন্ধইসির শক্ত অবস্থান দেখতে চান সাংবাদিকরা
পরবর্তী নিবন্ধগণহত্যাকারীদের প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে : চিফ প্রসিকিউটর