যুবলীগ নির্বাচন কমিটির উদ্যোগে গতকাল জুমার নামাজের পর নগরীর কয়েকটি ওয়ার্ডে একযোগে লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণার কাজ শুরু করা হয়। আসন্ন চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে নৌকা প্রতীকে জয়যুক্ত করার জন্য মুসল্লিদের প্রতি আহ্বান জানানো হয়। কেন্দ্রীয় ও মহানগর যুবলীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে নগরীর জামেয়াতুল ফালাহ মসজিদে এই কর্মসূচি শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক মো. বদিউল আলম বদি, সাংগঠনিক সম্পাদক শহিদুল হক রাসেল, নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার, মাহবুবুল হক সুমন, নাছির উদ্দিন মিন্টু, আকবর হোসেন, একরাম হোসেন, সাখাওয়াত হোসেন স্বপন, নেছার আহমেদ, আবু সাঈদ জন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।