যুবলীগ ও ছাত্রলীগ নেতাসহ ৪ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে জোড়া খুন

| শুক্রবার , ২৮ এপ্রিল, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুরে সাবেক যুবলীগ ও ছাত্রলীগ নেতা হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ। এদের একজন স্থানীয় বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি এবং একজন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। গতকাল বৃহস্পতিবার বিকালে চন্দ্রগঞ্জ থানা পুলিশ তিনজনকে এবং র‌্যাব একজনকে গ্রেপ্তার করে। এরা হলেন সবুজ, বাবলু, ইসমাইল হোসেন ও মনির হোসেন রুবেল। এদের মধ্যে সবুজ ও বাবলু এজাহারভুক্ত আসামি বলে পুলিশ জানিয়েছে। খবর বিডিনিউজের।

চন্দ্রগঞ্জ থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, বশিকপুর ইউনিয়ন থেকে গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ তিনজনকে আটক করেছে। বিকালে আদালতে হাজির করলে তাদের জেলা হাজতে পাঠানো হয়। র‌্যাব১১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা বুধবার রাতে দত্তপাড়া থেকে মনির হোসেন রুবেলকে আটক করেছেন। রুবেল দত্তপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও দত্তপাড়া বাজার বণিক সমিতির সভাপতি।

পূর্ববর্তী নিবন্ধএসএসসি পরীক্ষার্থীদের বাড়িতে হাজির ইউএনও
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের চার লেখককে লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সম্মাননা