যুবদের আচরণগত পরিবর্তন দেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

৩য় চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ক্যাম্পের সমাপনী দিন

| বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:২৭ পূর্বাহ্ণ

যুবদের আচরণগত পরিবর্তন (ওয়াইএবিসি), ক্লাইমেট এ্যাকশান, যুবদের অনুপ্রেরণা ও প্রেষণামূলক ও ইয়ুথ এডাপট্‌ প্রশিক্ষণের মধ্য দিয়ে গতকাল বুধবার শেষ হলো ৩য় চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প। চট্টগ্রামের ১২০টি বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ইউনিট থেকে প্রায় ১৫০০ জন যুব স্বেচ্ছাসেবক এবং রেড ক্রিসেন্ট দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা অংশ নেন তিন দিনের ক্যাম্পে।

টেকসই বিশ্বের জন্য ঐক্যবদ্ধ যুবশক্তি’এ প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছাসেবকদের সুশৃঙ্খল এবং ক্যাম্প সুচারুরূপে সম্পাদন করার লক্ষ্যে ৮টি সাব ক্যাম্প করা হয়। ৪ দিন ব্যাপী এই ক্যাম্পে যুব সদস্যরা এই ৮টি সাব ক্যাম্পে অবস্থান করেছে। সাব ক্যাম্পগুলো হলো, শঙ্খ, সাঙ্গু, কর্ণফুলী, হালদা, মাতামুহুরী, গোমতী, রূপসা ও বোয়ালিয়া। গতকাল হালিশহরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ প্রাঙ্গনে মাঠে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের সমাপনী ঘোষণা দেন সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকী মাসুদ। তিনি ক্যাম্প আয়োজনে সংশ্লিষ্ট সকল অংশগ্রহণকারী, দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ও শিক্ষক, স্বেচ্ছাসেবকসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন,যুবদের আচরণগত পরিবর্তন দেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই অভিজ্ঞতা ছোট ভাই বোনদের মাঝে ছড়িয়ে দিলে তারাও রেড ক্রিসেন্ট কার্যক্রমে এগিয়ে আসতে

উৎসাহিত হবে। ক্যাম্প মার্শাল ও প্রধান স্বেচ্ছাসেবক আ... তামজীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডা. মোহাম্মদ রাকিব উল্লাহ, নিজাম উল আলম খান ও মেহেদী হাসান রায়হান। সমাপনী অনুষ্ঠানে ক্যাম্প ফায়ার, এলামনাই গেট টুগেদার ও স্বেচ্ছাসেবক নাইট অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ৩য় দিনের শুরুতে নগরীর হালিশহরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ প্রাঙ্গণে পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস এম গিয়াস উদ্দিন বাবর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআগে ব্যাংক হিসাবই ছিল না, উপদেষ্টা হয়ে জমি-ফ্ল্যাটও কিনিনি: নাহিদ
পরবর্তী নিবন্ধলামায় ৫ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড