যুবদল নেতা শামীম হত্যা মামলায় কক্সবাজার–১ আসনের সাবেক সংসদ সদস্য মো. জাফর আলমকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডি থেকে জাফর আলমকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল সোমবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের এসআই ফেরদৌস আলম। খবর বিডিনিউজের।
জাফর আলমের পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পল্টন মডেল থানার আদালতের প্রসিকিউশন বিভাগের সাব–ইন্সপেক্টর মো. রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।