যুবদল নেতা হত্যা সাবেক এমপি জাফর ৪ দিনের রিমান্ডে

| মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ৭:১৫ পূর্বাহ্ণ

যুবদল নেতা শামীম হত্যা মামলায় কক্সবাজার১ আসনের সাবেক সংসদ সদস্য মো. জাফর আলমকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের উপরে শুনানি নিয়ে গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম পার্থ ভদ্র এ আদেশ দেন। পল্টন মডেল থানার আদালতের প্রসিকিউশন বিভাগের সাবইন্সপেক্টর রুকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

গত ২৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে জাফর আলমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের সাবইন্সপেক্টর ফেরদৌস আলম তাকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। আদালত জাফর আলমের উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য এদিন ঠিক করেছিলেন। খবর বিডিনিউজের।

গতকাল সাকলে শুনানিতে জাফর আলমকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী সাবেক এমপির রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। তবে জাফর আলমের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে আদালত জিজ্ঞাসাবাদের জন্য সাবেক এমপির চারদিনের রিমান্ডের আদেশ দেন।

মামললার নথিতে বলা হয়েছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হলে যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঅভয়ারণ্য এলাকায় বসতি, বৃদ্ধকে আছড়ে মারল হাতি
পরবর্তী নিবন্ধদক্ষিণ জেলা আ. লীগের প্রচার সম্পাদক নুরুল আবছার গ্রেপ্তার