যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৩৯ নেতাকর্মী কারাগারে

আজাদী প্রতিবেদন | সোমবার , ৮ মে, ২০২৩ at ৫:৪৭ পূর্বাহ্ণ

নগরীর কাজীর দেউড়িতে নাশকতার অভিযোগে কোতোয়ালী থানায় দায়ের হওয়া পৃথক তিনটি মামলায় নগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের ৩৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর মধ্যে নগর যুবদলের সাধারণ সম্পাদক মো. শাহেদ, নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু এবং উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিমও রয়েছেন।

গতকাল চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা এই আদেশ দেন। জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, দণ্ডবিধি, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে কোতোয়ালী থানায় গত জানুয়ারিতে দায়ের হওয়া পৃথক তিনটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন ওই ৩৯ নেতাকর্মী। জামিনের মেয়াদ শেষ হলে আজ (গতকাল) আত্মসমর্পণ করে ফের জামিন চেয়ে আবেদন করেন। বিচারক তা নাকচ করে তাদের কারাগারে পাঠান। একই সময়ে এসব মামলার ৩৭ জন আসামির জামিন মঞ্জুর করেন বলেও জানান পিপি।

পূর্ববর্তী নিবন্ধপানির জন্য নগরবাসীর বাড়তি ব্যয়, ভোগান্তি
পরবর্তী নিবন্ধপ্রধান আসামি গ্রেপ্তার