নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৭৯৬ পিস ইয়াবাসহ মো. হাসান (২২) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৭। হাসান সাতকানিয়া থানার গারাঙ্গিয়া বাজার শাহ্ মজিদিয়া পাড়ার মো. শফিকুর রহমানের ছেলে।
আজ বুধবার (৩০ জুন) বিকেলে সহকারী পরিচালক মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলানিউজ
তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি মোটরসাইকেলে মাদকদ্রব্য নিয়ে সাতকানিয়া থেকে চট্টগ্রাম শহরের দিকে আসছে এক যুবক। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নতুন ব্রিজ সংযোগ সড়ক এলাকায় মীর ফিলিং স্টেশনের বিপরীতে তাসফিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে মো. হাসানকে আটক করে।”
তিনি বলেন, “হাসানের দেহ তল্লাশি করে তার কোমরের সঙ্গে পেঁচানো টিউবের ভেতরে সু-কৌশলে রাখা অবস্থায় ৯ হাজার ৭৯৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেলটি জব্দ করা হয়।”
উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। এ বিষয়ে ব্যবস্থা নিতে আসামি ও জব্দ করা ইয়াবা বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।