যুবককে ডেকে এনে এসিড নিক্ষেপ, প্রেমিকা ও মায়ের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২ জুন, ২০২২ at ৪:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া এলাকায় ঘর থেকে ডেকে নিয়ে নুরুল আবছার নামের এক যুবককে এসিড ছোড়ে মারার মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তারা হলেনভিকটিম নুরুল আবছারের প্রেমিকা মুস্তফা বেগম ও মুস্তফার মা মাসুমা খাতুন। গতকাল বুধবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস ওয়াহিদ ২৭ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন। এ সময় দুই আসামি কাঠগড়ায় হাজির ছিলেন না। তারা জামিনে গিয়ে পলাতক রয়েছেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি লোকমান হোসেন চৌধুরী আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্দেহাতীতভাবে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মামেয়েকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। পুরো বিচার প্রক্রিয়ায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

১৯৯৫ সালের ২০ জুলাই নুরুল আবছারকে এসিড ছোড়ে মারার ঘটনাটি ঘটে। এতে তার চোখ, মুখ, বুক ঝলসে যায়। এ ঘটনায় নুরুল আবছারের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলাটি করেন। এজাহারে বলা হয়, ঘটনার সময় মুস্তফার সঙ্গে একই এলাকার বাসিন্দা নুরুল আবছারের (২৬) প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বিয়ের প্রস্তাবে নুরুল আবছারের পরিবার রাজি না হওয়ায় মা ও মেয়ে মিলে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটায়। এক পর্যায়ে আদালতে দাখিল হওয়া চার্জশিটের ভিত্তিতে ১৯৯৯ সালের ৮ ডিসেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরু করেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধপদপ্রত্যাশীরা এখন ঢাকায়
পরবর্তী নিবন্ধখেলতে গিয়ে আর ফিরেনি ওমর