চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে কামাল উদ্দিনকে (৩৫) অপহরণ করে ১৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা। গত বুধবার রাঙ্গুনিয়ার ইসলামপুর এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চলে ১২ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে কামাল উদ্দিনকে উদ্ধার ও ২ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- রাঙ্গুনিয়া এলাকার মামুন (২৫) ও মীরসরাইয়ের বাসিন্দা বেলাল (২৫)। অভিযানের সময় অপহরণকারীদের মধ্যে আরও দুইজন পালিয়ে যায়। তাদের একজন রাঙামাটি ও অন্যজন চট্টগ্রামের বাসিন্দা বলে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছেন। অন্যদিকে অপহৃত কামাল উদ্দিন সাতকানিয়ার বাসিন্দা। তিনি নগরীতে একটি নির্মাণ সামগ্রীর দোকানের কর্মচারী।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির আজাদীকে বলেন, গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী এক স্বজনের সাথে দেখা করে বের হওয়ার পর অতর্কিতে ৪-৫ জন কামাল উদ্দিনকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। পর দিন কামাল উদ্দিন তার ভাই জয়নাল আবেদিনকে ফোন করে জানায় তাকে বেধড়ক পেটানো হয়েছে। এ সময় মুক্তিপণ হিসেবে তার কাছে ১৩ লাখ টাকা দাবি করে এবং মুক্তিপণ না দিলে তার ভাইকে (কামাল উদ্দিন) হত্যা করা হবে বলে জয়নালকে মুঠোফোনে হুমকি দেয় অপহরণকারীরা। পরে মঙ্গলবার রাতে জয়নাল আবেদিন কোতোয়ালী থানায় উপস্থিত হয়ে এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করলে অভিযানে নামে কোতোয়ালী থানা পুলিশ। পরে টানা ১২ ঘণ্টা অভিযান চালিয়ে বুধবার সকাল সাড়ে ১১টায় রাঙ্গুনিয়ার ইসলামপুর এলাকার পাহাড় থেকে কামাল উদ্দিনকে উদ্ধার করে পুলিশ।
অভিযান পরিচালনাকারী কোতোয়ালী থানার উপ-পুলিশ পরিদর্শক মেহেদী হাসান শুভ বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা অভিযান চালিয়ে ভুক্তভোগীকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করি। একইসঙ্গে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা একেক জায়গায় একেক নাম ব্যবহার করেন। তাদের নামে আর কোনো মামলা আছে কিনা তাও যাচাই করা হচ্ছে।