ইসলামী শিক্ষা সংস্কৃতি বিকাশ সম্পর্কিত আদর্শ সামাজিক সংগঠন ইসলামী সংস্কৃতি পরিষদের দ্বিতীয় অভিষেক অনুষ্ঠান গতকাল শুক্রবার বিকেলে নগরীর মুরাদপুরস্থ একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। ইসলামী সংস্কৃতি পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ওয়াহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিষদের উপদেষ্টা চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী। মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক ড. নূ ক ম আকবর হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বন্ধন ও গ্রন্থিগুলো আজ শিথিল ও নড়বড়ে হয়ে পড়েছে। যুব তরুণরা আজ নানাভাবে অবক্ষয় ও কলুষতায় আচ্ছন্ন। তারা আজ প্রাযুক্তিক অবক্ষয়ে হাবুডুবু খাচ্ছে। হাতে হাতে ছড়াচ্ছে পর্নোগ্রাফি। এই দিশাহীন অবক্ষয়গ্রস্ত যুব তরুণদেরকে বিপথগামিতা থেকে ফিরিয়ে আনতে বড়দেরকে দায়িত্ব পালন করতে হবে। অপসংস্কৃতির দৌরাত্ম্য থামিয়ে সত্য সুন্দরের বার্তা সর্বত্র ছড়িয়ে দিতে হবে। মননশীল সুস্থ ইসলামী সংস্কৃতি যুব তরুণদের মাঝে তুলে ধরে আদর্শ প্রজন্ম ও সুনাগরিক গড়ার আহ্বান জানান বক্তারা। ইসলামী সংস্কৃতি পরিষদের মহাসচিব মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ারের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক মুহাম্মদ আলী আক্কাছ নূরী। আলোচনায় অংশ নেন উপাধ্যক্ষ আল্লামা আবদুল অদুদ, অধ্যাপক কামাল উদ্দিন আহমদ, আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রজভি, সাংবাদিক আবসার মাহফুজ, অধ্যক্ষ আবু তালেব বেলাল, উপাধ্যক্ষ মাওলানা আবদুস সালাম শরিফ, অধ্যাপক মীর আবদুর রহিম মুনিরী, সাংবাদিক মোহাম্মদ গোলাম ছরওয়ার, অধ্যাপক মুহাম্মদ ইউসুফ নূরী, সাংবাদিক আ ব ম খোরশিদ আলম খান, মাওলানা ইকবাল হোছাইন আলকাদেরী, মাওলানা আসহাব উদ্দিন মজিদী, মাওলানা জমির হোসাইন আলকাদেরী, মাওলানা ফখরুদ্দিন আলকাদেরী, মাওলানা আবদুল আউয়াল ফোরকানি, মাওলানা শহিদুল্লাহ বাহাদুর, মাওলানা আবদুল্লাহ আল মাসুম, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আবু জাফর, মুহাম্মদ কামাল উদ্দিন, মাহবুবুল আলম তালুকদার, মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ চৌধুরী, মাওলানা নাছির উদ্দিন কাদেরী, মুহাম্মদ দিদারুল ইসলাম দিপু।












