যুব রেড ক্রিসেন্ট সোসাইটিকে কল্যাণকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে

মতবিনিময়ে এ.টি.এম পেয়ারুল

| মঙ্গলবার , ৩ জানুয়ারি, ২০২৩ at ১০:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের সাথে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির একটি প্রতিনিধি দল গতকাল সোমবার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতায় সেবায় নিবেদিত প্রতিষ্ঠান।

তবে সিটির চাইতে জেলা পর্যায়ে রেড ক্রিসেন্টের সম্পৃক্ততা বাড়ানো দরকার বলে আমি মনে করি। আন্দরকিল্লা জেমিসন মাতৃসদন হাসপাতাল আমাদের ঐতিহ্যের সাথে ওতোপ্রোতোভাবে জড়িত। এ প্রতিষ্ঠানটিকে দুর্নীতি মুক্ত করে সকলের জন্য কল্যাণকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।

তিনি জেলা পরিষদের পক্ষ থেকে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির উন্নয়নে বিভিন্ন সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, নির্বাহী প্রকৌশলী মুনিরুল ইসলাম, যুব প্রধান গাজী মো. ইফতেকার হোসেন ইমু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটি গণিত বিভাগে ডাটা সায়েন্সের ওপর সেমিনার
পরবর্তী নিবন্ধতারকাদের সাথে একই ফ্রেমে জনপ্রিয় ব্যক্তিত্ব সাজ্জাদ হোসেন