যুব ভলিবলে জেলা দলের ম্যানেজার শামীম ও প্রশিক্ষক তায়েফুল

| সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৪৩ পূর্বাহ্ণ

তারুণ্যের উৎসব উদ্‌যাপন উপলক্ষে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনূর্ধ্ব২৩ জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশগ্রহণের লক্ষ্যে ১৪ সদস্যের চট্টগ্রাম জেলা দল গঠন করা হয়। এতে চট্টগ্রাম জেলা ভলিবল দলের ম্যানেজার হিসেবে শামীম আহমেদ এবং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন তায়েফুল আলম ফরাজি। চট্টগ্রাম জেলা দলের খেলোয়াড়রা হলেন : মো. সিয়াম, জুবায়ের বিন সামশুল, ইয়াজ নুর সাইমুন, সাদমান খালিদ ওয়াসি, আবু সাকিব ওয়েন (অধিনায়ক), আহসান জারিফ চৌধুরী, মো. মাহফুজুর রহমান, মো. নাবিদুল ইসলাম, মো. সোহাগ হোসেন, সাকিব আহমেদ, আবু তালহা।

পূর্ববর্তী নিবন্ধতারুণ্যের উৎসব জাতীয় ইয়ুথ দাবায় চেসকোড একাডেমির সাফল্য
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু