দেশব্যাপী নৈরাজ্য, সন্ত্রাস, খুন ও নাশকতার মাধ্যমে জনজীবনে আতংক সৃষ্টিকারীদের বিরুদ্ধে গতকাল চট্টগ্রাম মহানগর যুবলীগ জিইসির মোড়ে এবং মহানগর ছাত্রলীগ দেওয়ানহাট মোড়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে। ছাত্র ও যুব জনতার বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের দাবি সরকার মেনে নিয়েছেন। এখন তাদের আর কোনো দাবি থাকতে পারে না। শিক্ষার্থীদের এই আন্দোলনকে পুঁজি করে জামায়াত–শিবির–বিএনপি দেশব্যাপী সন্ত্রাস–নৈরাজ্য ও নাশকতা চালাচ্ছে। আমরা অনেক সহ্য করেছি। আর কোনো ধরনের নাশকতা চালানো হলে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। এবার প্রতিরোধ গড়ে তোলা হবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশের জনগণকে রুখে দাঁড়নোর আহ্বান জানান যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।
গতকাল বিকেলে জিইসির মোড়ে যুবলীগের অবস্থান কর্মসূচি মহানগর যুবলীগের সভাপতি মাহাবুবুল হক সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সহ–সভাপতি নুরুল আনোয়ার, বেলায়েত হোসেন বেলাল, হেলাল উদ্দিন, দেবাশীষ পাল দেবু, সাখাওয়াত হোসেন সাকু, যুগ্ম–সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ চৌধুরী সাদিত, সাইফুদ্দিন আহমেদ, চট্টগ্রাম
মহানগর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক সনত বড়ুয়া, দিদার উর রহমান তুষার, ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ মহিউদ্দিন, এ.জে.এম মহিউদ্দিন রনি, সুমন চৌধুরী, প্রমুখ।
দেওয়ান হাট থেকে আগ্রাবাদ এলাকায় দুপুর ১২ টা থেকে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নগরীর প্রতিটি থানা ও ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে। ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রলীগের সভাপতি
ইমরান আহাম্মেদ ইমু এবং এসময় বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরসহ ডবলমুরিং থানা ছাত্রলীগ এবং নগরীর প্রতিটি থানা ও ওয়ার্ড– কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।