দেশে যুদ্ধ চলছে। কিন্তু এরই মধ্যে বন্ধ থাকা প্রিমিয়ার লিগ ফের শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন। খোদ দেশটির ক্রীড়ামন্ত্রী এই ঘোষণা দিয়েছেন। আগামী ২৩ আগস্ট ইউক্রেনিয়ান প্রিমিয়ার লিগ মাঠে ফেরানোর দিনক্ষণ নির্ধারিত হয়েছে। ম্যাচ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। ম্যাচ চলাকালীন বিমান হামলার সাইরেন বেজে উঠলে মাঠে খেলোয়াড়দের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা থাকবে। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালানোর পর থেকে দেশটিতে লিগের কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি। এই আগ্রাসনকে রাশিয়া বলছে ‘স্পেশাল মিলিটারি অপারেশন’। গত বছর ডিসেম্বরে সবশেষ ইউক্রেনের লিগের খেলা অনুষ্ঠিত হয়েছিল। এরপর তিন মাসের শীতকালীন বিরতি দেওয়া হয়। তবে তারপরই শুরু হয়ে যায় যুদ্ধ।
এ মুহূর্তে ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে রয়েছে শাখতার দোনেৎস্ক। তাদের চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে গতবারের চ্যাম্পিয়ন ও ১৬ বারের শিরোপা জয়ী দিনামো কিইভ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পোস্টে ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী ভাদিম গাতসাইত জানিয়েছেন, ম্যাচগুলোতে খেলোয়াড়দের নিরাপত্তার জন্য সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত থাকবে। সঙ্গে অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও নিশ্চিত করেছেন ১৯৯২ অলিম্পিকে ফেন্সিংয়ে গোল্ড জয়ী এই তারকা। লিগ পুনরায় শুরুর দিন ২৩ আগস্ট ইউক্রেইনের জাতীয় পতাকা দিবস।