যুদ্ধের পরও গাজার বাফার জোন ছাড়বে না ইসরায়েল, বললেন মন্ত্রী

| শুক্রবার , ১৮ এপ্রিল, ২০২৫ at ৭:০৭ পূর্বাহ্ণ

যুদ্ধবিরতি চুক্তি পুনরুজ্জীবিত করার ব্যর্থ চেষ্টার মধ্যে ইসরায়েল বলেছে, যুদ্ধ বন্ধে শেষ পর্যন্ত কোনো সমঝোতা হলেও তাদের বাহিনী গাজায় নিজেদের বানানো বাফার জোন ছাড়বে না। খবর বিডিনিউজের।

বুধবার তাদের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত মাসে নতুন করে অভিযান শুরুর পর নিরাপত্তা অঞ্চলের নামে ইসরায়েলি বাহিনী গাজার ভেতরে ঢুকে বিস্তৃত এলাকা নিজেদের দখলে নিয়েছে এবং ২০ লাখেরও বেশি ফিলিস্তিনিকে ভূখণ্ডটির দক্ষিণ ও উপকূলরেখা বরাবর ক্রমেই ছোট হয়ে আসা এলাকাগুলোতে ঠেসে দিচ্ছে। অতীতের মতো হবে না। যেসব এলাকা সন্ত্রাসীমুক্ত ও জব্দ করা হয়েছে আইডিএফ (ইসরায়েলি সামরিক বাহিনী) সেখান থেকে সরবে না, সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে এমনটাই বলেন কাটজ। লেবানন ও সিরিয়ার মতোই, গাজার স্থায়ী বা অস্থায়ী যে কোনো পরিস্থিতিতে আইডিএফ শত্রু ও (ইসরায়েলি) বসতিগুলোর মাঝে বাফার হিসেবে থাকবে, বলেছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪.৮৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধগাজায় এক মাসে ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত