যুদ্ধবিরতির পরও ৬ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

| বুধবার , ১৫ অক্টোবর, ২০২৫ at ৫:০১ পূর্বাহ্ণ

গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। মঙ্গলবার উত্তর গাজায় এ হত্যার ঘটনা ঘটে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য কর্তৃপক্ষ। খবর বিডিনিউজের। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তাদের দিকে এগিয়ে আসা সন্দেহভাজনদের কাছ থেকে হুমকি দূর করতেই গুলি চালানো হয়।

ইসরায়েলের সামরিক বাহিনী আরও দাবি করেছে, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলি সেনা প্রাথমিকভাবে প্রত্যাহারের জন্য নির্ধারিত একটি সীমারেখা ওই সন্দেহভাজনরা অতিক্রম করেছিল, যা চুক্তির লঙ্ঘন। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার গাজায় দু’টি পৃথক ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনীর গুলিতে মোট ছয় ফিলিস্তিনি নিহত হয়। এর একদিন আগে, সোমবার যুদ্ধবিরতি চুক্তির অধীনে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস গাজায় থাকা শেষ জীবিত ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়। বিনিময়ে ইসরায়েলও বাসে করে ফিলিস্তিনি বন্দিদের ফেরত পাঠায়। এই চুক্তির পর দু’বছর ধরে গাজা এবং মধ্যপ্রাচ্যকে বিপর্যস্ত করে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চুক্তির পরও গুলির ঘটনায় নতুন উত্তেজনার আশঙ্কা সৃষ্টি করেছে।

পূর্ববর্তী নিবন্ধ‘তারা আমার চুল গায়েব করে দিয়েছে’, ছবি দেখে ক্ষুব্ধ ট্রাম্প
পরবর্তী নিবন্ধমাদাগাস্কারে রাষ্ট্র ক্ষমতা দখল করলো সেনাবাহিনী