যুদ্ধনীতি লঙ্ঘন করে হাসপাতালে হামলা করেছে ইসরায়েল

খেলাঘর-এর মানববন্ধনে বক্তারা

| শনিবার , ২৮ অক্টোবর, ২০২৩ at ৮:৫১ অপরাহ্ণ

ফিলিস্তিনের হাসপাতালে ইসরায়েল ন্যাক্কারজনকভাবে বোমা হামলা যুদ্ধের আন্তর্জাতিক আইন লংঘন করা হয়েছে বলে মন্তব্য করেছেন জনস্বাস্থ্যবিদ অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম।

ইসরায়েলের বোমা হামলায় ফিলিস্তিনের শিশু এবং গণহত্যার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন। খেলাঘর চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এতে খেলাঘরের শিশু কিশোরেরা অংশগ্রহণ করে। খেলাঘরের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, ইসরায়েল হাসপাতালে পর্যন্ত বোমা হামলা করেছে। এটা আন্তর্জাতিক যুদ্ধনীতির লংঘন। কোনো যুদ্ধে হাসপাতালে হামলা করা হয় না। এটা আন্তর্জাতিক নিয়ম। কিন্তু ইসরায়েল সেটাও মানেনি। সারা বিশ্ব আজ লজ্জ্বাবনত, ক্রোধান্বিত। ইসরায়েল যেভাবে গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে তা ন্যক্কারজনক। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী জয়ন্তী লালা বলেন, ফিলিস্তিনে যুদ্ধের সবচেয়ে নির্মম শিকার হচ্ছে শিশু ও নারীরা। এমন যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলসহ পশ্চিমা দেশগুলোর প্রতি আমরা অনুরোধ জানাই। কবি ও সাংবাদিক ওমর কায়সার বলেন, আজ যারা শিশুদের হত্যা করছে তারা অমানুষ। সাংবাদক সুভাষ দে বলেন, ফিলিস্তিনে পাখির মতো শিশু ও মানুষ হত্যার সময় পশ্চিমা বিশ্ব চুপ। মনোয়ার জাহানের সঞ্চালনায় বক্তব্য দেন, চবি উপউপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, মোরশেদুল আলম চৌধুরী, আলোকময় তলাপাত্র, পরেশ দাশগুপ্ত, শরীফ চৌহান, সুনীল ধর, রুবেল দাশ প্রিন্স, অলক চৌধুরী, মো. নাসির উদ্দিন, অধ্যাপক ইন্দিরা চৌধুরী, এসকেন্দার আলী, বনবিহারী চক্রবর্তী, সাবেকুন নাহার ঝর্না, আয়েশা আক্তার নাজু, নীলিমা বড়ুয়া, শাহাজাহান চৌধুরী, শাহাদাত নবী খোকা, বাসুদেব নাথ, আসিফ ফরহাদ, সানিয়া কবির সানি, অনামিকা নাথ প্রিয়া, প্রান্তিকা দে, রুবেল ধর, মো. নুর, নিলয় দে প্রমুখ। পরে বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রবারণা পূর্ণিমা আজ
পরবর্তী নিবন্ধরাজনীতিকে বিদায় বললেন ড. কামাল