যুগে যুগে আউলিয়া কেরামগণ মানবকল্যাণে কাজ করে গেছেন

সুলতানুল মোনাজেরীন কনফারেন্সে মেয়র

| বুধবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৫৩ পূর্বাহ্ণ

সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, যুগে যুগে আউলিয়া কেরামগণ মানব কল্যাণে কাজ করে গেছেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ইসলামের প্রচার প্রসারে অগ্রণী ভূমিকা রেখেছেন। গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে আছাদিয়া নূরীয়া কেন্দ্রীয় যুব পরিষদের আয়োজনে হযরত নূরী বাবা (রহ.) এর স্মরণে সুলতানুল মোনাজেরীন কনফারেন্স আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সৈয়দ মোহাম্মদ শরফুদ্দীন সম্রাটের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন হযরত আল্লামা হাফেজ মুফতি মোহাম্মদ সোলাইমান আনছারী। স্বাগত বক্তব্য দেন, আল্লামা মুফতি কাজী আব্দুল ওয়াজেদ, মুফতি সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান। মুখ্য আলোচক ছিলেন, . সেলিম জাহাঙ্গীর। মাহমুদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুফতি আহমদ হোসাইন আল্‌কাদেরী, মাওলানা আ ন ম নাজমুল হোসাইন নঈমী, মাওলানা গোলাম মোস্তফা মুহাম্মদ নূর নবী আল্‌কাদেরী, মাওলানা মোহাম্মদ শায়েস্তা খান আল আযহারী মাইজভান্ডারী, মাওলানা রমিজ আহমদ ছামদী, মাওলানা সৈয়দ আহমদ রেজা আলকাদেরী, মাওলানা হাফেজ মুহাম্মদ নিজাম উদ্দীন কাদেরী, মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন আল কাদেরী, মাওলানা মুহাম্মদ সাদ্দাম রেজা চিশতী। বক্তব্য দেন, আছাদিয়া নূরীয়া যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. অহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের মাসিক সভা
পরবর্তী নিবন্ধস্মার্ট দেশ বিনির্মাণে সকলকে একযোগে কাজ করতে হবে