যুক্তির মাধ্যমে বিতর্ক মানুষের বিবেক-বুদ্ধিকে শাণিত করে

প্রিমিয়ার ভার্সিটিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা

| সোমবার , ৪ অক্টোবর, ২০২১ at ৫:৫৫ পূর্বাহ্ণ

নবীন বিতার্কিকদের মানোন্নয়নের লক্ষ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় বিতর্ক সংগঠন (পিইউডিএস) এর উদ্যোগে সম্প্রতি তৃতীয় পিইউডিএস গেইটওয়ে ২০২১, অন্তঃপিইউডিএস বিতর্ক ২০২১, পিইউডিএস ডিবেটার্স লীগ সিজন ১.০ আয়োজন করা হয়। গতকাল রোববার সকাল ১১টায় পিইউডিএস ডিবেটার্স লীগের চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান নগরীর দামপাড়াস্থ ব্যবসায় শিক্ষা অনুষদে অনুষ্ঠিত হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ইন্দিরা গান্ধি স্কোয়াড ও রানারআপ হয় উইলিয়াম এ এস অডারল্যান্ড স্কোয়াড। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ উদ্দিন, নুসরাত অথৈ, শাহজাদী নোভা মেহজাবিন। রানারআপ দলের সদস্যরা হলেন তন্ময় বড়ুয়া, অদিতা দাশগুপ্তা, কৌশিক দেবনাথ, ঋতু বড়ুয়া। এছাড়া তৃতীয় পিইউডিএস গেইটওয়ে ২০২১-এর চ্যাম্পিয়ন দলের নাম নোঙ্গর ও রানারআপ দলের নাম রেনেসাঁ। নোঙ্গর দলের সদস্যরা হলেন মিনহাজুল আবেদিন, তির্তা কানুনগো, সাহেদ হাসান। রেনেসাঁ দলের সদস্যরা হলেন অদিতা দাশগুপ্তা, এস এম ফরহাদ উদ্দীন, রঙি দেব তুলি। অন্তঃপিইউডিএস বিতর্ক প্রতিযোগিতা ২০২১-এ চ্যাম্পিয়ন হয় চীনা কমিউনিস্ট বিপ্লব। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন আততিহারুল কবির তিহার, সাকিব হোসাইন, অদিতা দাশগুপ্তা, রোবায়েত হোসাইন। রানারআপ হয় কিউবান বিপ্লব। এই দলের সদস্যরা হলেন মেহেদী রহমান, ঐশী দে, রেজাউল করিম রাজু, নুসরাত জাহান অথৈ।
প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আততিহারুল কবির তিহারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর, ব্যবসায় শিক্ষা অনুষদের সহকারী অধ্যাপক জুলিয়া পারভীন। তিনি বলেন, বিতর্কের ভিত্তি হলো যুক্তি। যুক্তি বাদ দিয়ে বিতর্ক কিছুতেই এগুতে পারে না। যুক্তির মাধ্যমে বিতর্ক মানুষের বিবেক ও বুদ্ধিকে শাণিত করে।
অনুষ্ঠানে অতিথি ছিলেন মডারেটরদের মধ্যে আইন বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় বিশ্বাস, আইন বিভাগের সহকারী অধ্যাপক হিল্লোল সাহা, ব্যবসায় শিক্ষা অনুষদের সহকারী অধ্যাপক নিলুফার সুলতানা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সাইফুদ্দিন মুন্না, অর্থনীতি বিভাগের প্রভাষক ফারিয়া হোসাইন বর্ষা, সমাজবিজ্ঞান ও টেকসই উন্নয়ন বিভাগের প্রভাষক তানিয়া মাহমুদা তিনি প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পিইউডিএসের সাবেক সভাপতি সাবের শাহ ও সাবেক সাধারণ সম্পাদক শুভাশিষ চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধথানচিতে দুই কেজি আফিম উদ্ধার
পরবর্তী নিবন্ধসরকারের উন্নয়নের বার্তা জনগণের মাঝে পৌঁছে দিতে হবে