উত্তর কোরিয়া বলেছে, যুক্তরাষ্ট্রের নিজেদের মূল ভূখন্ডের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকে থাকলে তাদের সামরিক হুমকি–ধামকি দেওয়া বন্ধ করা উচিত। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে। খবর বিডিনিউজের।
উত্তর কোরিয়ার আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম বলে সমপ্রতি যুক্তরাষ্ট্রের নর্দান কমান্ডের প্রধান যে মন্তব্য করেছেন, তা কেসিএনএ তাদের প্রতিবেদনে তুলে ধরেছে।
তাদের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রই সংঘাতপূর্ণ আচরণ করছে। যেমন: তারা দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া চালানোর পরিকল্পনা করছে এবং কোরিয়া উপদ্বীপে পারমাণবিক সাবমেরিন পাঠাচ্ছে। তাই আত্মরক্ষার জন্য সামরিক শক্তি বাড়ানো উত্তর কোরিয়া সার্বভৌম অধিকার বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।