যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা নাকচ ইরানের

| বুধবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৪৪ পূর্বাহ্ণ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।

তেহরানের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর মনোভাবের কথা উল্লেখ করে আরাঘচি বলেন, যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতি অব্যাহত থাকবে, ততক্ষণ পর্যন্ত পারমাণবিক ইস্যুতে আমাদের ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনার কোনো সম্ভাবনা থাকবে না।

সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই মন্তব্য করেন। সমপ্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ডোনাল্ড ট্রাম্প আলোচনার কথা বলেন, কিন্তু একই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও ষড়যন্ত্রের সনদে সই করেন।

পেজেশকিয়ান বলেন, আমেরিকা নিজেকে শান্তিকামী বলে দাবি করে কিন্তু কে এই অঞ্চলের শান্তি বিঘ্নিত করেছে? এই অঞ্চল বিশেষকরে গাজায় কে হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে? পৃথিবীর কোনো স্বাধীনচেতা মানুষ কি নারী, শিশু এবং অসুস্থদের ওপর বোমাবর্ষণ মেনে নিতে পারে?

ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, আমরা কখনই বিদেশিদের কাছে মাথা নত করবো না, ইরানে আঘাত করার ইচ্ছা লালন করতে করতেই শত্রুদেরকে কবরে যেতে হবে।

পূর্ববর্তী নিবন্ধব্যয় কমাতে প্রেসিডেন্ট কার্যালয়ের গাড়িবহর নিলামে তুলছে শ্রীলঙ্কা
পরবর্তী নিবন্ধট্রাম্প মাক্রোঁ বৈঠক, বন্ধুত্বপূর্ণ পরিবেশে ইউক্রেন নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি