যুক্তরাষ্ট্রের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক মেরামতে সহযোগিতায় দীর্ঘদিন সামরিক শাসনে অভ্যস্ত দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশটির তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে বার্ষিক ৩০ লাখ ডলারের চুক্তি করেছে ওয়াশিংটনের একটি লবিস্ট ফার্ম। মার্কিন ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন আইনের (এফএআরএ) অধীনে জমা দেওয়া নথি অনুযায়ী, গত ৩১ জুলাই ডিসিআই গ্রুপ জান্তাশাসিত মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়ে সঙ্গে হওয়া চুক্তিতে স্বাক্ষর করেছে। খবর বিডিনিউজের।
ডিসেম্বরে নির্বাচন আয়োজনের পরিকল্পনায় মিয়ানমারের সামরিক বাহিনী ওইদিনই একটি বেসরকারি নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের হাতে ‘নামকাওয়াস্তে’ ক্ষমতা হস্তান্তর করেছে, বলছে বার্তা সংস্থা রয়টার্স। ২০২১ সালে সামরিক বাহিনী প্রধান মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে ক্ষমতা দখল করা মিয়ানমারের জান্তা সরকার ওই বছরই যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে তাদের প্রতিনিধিত্ব করতে ইসরায়েলি–কানাডীয় এক লবিস্টকে নিয়োগ দিয়েছিল।
তবে ওই লবিস্ট পরে জানান, জেনারেলদের ওপর নিষেধাজ্ঞা থাকায় তিনি পারিশ্রমিক পাচ্ছিলেন না, যে কারণে তিনি মিয়ানমারের হয়ে কাজ করা বন্ধ করে দেন।