ইরান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি আলোচনার দাবি প্রত্যাখ্যান করলেও দীর্ঘ দিনের চ্যানেল ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে চায়, জানিয়েছেন উর্ধ্বতন এক ইরানি কর্মকর্তা। খবর বিডিনিউজের।
নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা রয়টার্সকে জানান, পারমাণবিক কর্মসূচী নিয়ে সরাসরি আলোচনায় রাজি না হলে ইরানে বোমা মারার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র, তাই ইরান প্রতিবেশী যে দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি আছে তাদের সতর্ক করে বলেছে, এক্ষেত্রে জড়ালে তারাও গুলির লাইনে পড়ে যেতে পারে।
ইরান ও যুক্তরাষ্ট্র দীর্ঘ দিন ধরেই ওমানের মাধ্যমে বার্তা আদানপ্রদান করে আসছে। ইরানের সঙ্গে রাজনৈতিক সমাধানের ব্যাপারে ওয়াশিংটন কতোটা আন্তরিক পরোক্ষ আলোচনা তা মূল্যায়নের একটা সুযোগ দেয়, বলেন ওই কর্মকর্তা।