ওয়াশিংটন ক্যারিবীয় অঞ্চলে নৌযানে হামলা বন্ধ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় স্থগিত রাখতে জননিরাপত্তা সংশ্লিষ্ট সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন কলম্বিয়ার বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। মাদকবিরোধী লড়াই কোনোভাবেই ক্যারিবীয় অঞ্চলের লোকজনের মানবাধিকার ক্ষুণ্ন করে হতে পারে না, মঙ্গলবার এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেছেন। খবর বিডিনিউজের।
ক্যারিবিয়ানে সাম্প্রতিক মাসগুলোতে একের পর এক কথিত ‘মাদকবাহী নৌযানে’ যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৭৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই নৌযানগুলো আদৌ মাদক পরিবহন করছিল কিনা, এখন পর্যন্ত তার কোনো প্রমাণও দেয়নি ওয়াশিংটন। এ হামলাগুলোর আইনি বৈধতা নিয়ে উদ্বেগ থেকে যুক্তরাজ্যও কলম্বিয়ার মতো একই ধরনের পদক্ষেপ নিয়েছে, গণমাধ্যমের এমন একটি প্রতিবেদনও এক্সে শেয়ার দিয়েছেন পেত্রো। ক্যারিবিয়ানে হামলা যুদ্ধাপরাধজনিত আইন লঙ্ঘন করেছে কিনা তা খতিয়ে দেখতে পেত্রো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্তেরও আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের লাগাতার এসব হামলায় এরই মধ্যে ভেনেজুয়েলা, একুয়েডর, কলম্বিয়া এবং ত্রিনিদাদ ও টোবাগোর নাগরিকরা নিহত হয়েছে।










