যুক্তরাষ্ট্রের মেয়েদের কোচ হলেন চন্দরপল

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৬ জুলাই, ২০২২ at ১০:৪৭ পূর্বাহ্ণ

সাবেক ক্যারিবীয় ব্যাটার শিবনারায়ণ চন্দরপলকে মেয়েদের হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড। তিনি মেয়েদের জাতীয় দলের পাশাপাশি কাজ করবেন মেয়েদের অনূর্ধ্ব-১৯ দল নিয়েও। ইউএসএ ক্রিকেট জানিয়েছে, চন্দরপল আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন।

চুক্তিটা ২০২৩ সালের শেষ পর্যন্ত। এই সময়ে যুক্তরাষ্ট্রের মেয়েদের দল ২০২৩ সালের টি-টোয়েন্টি বাছাইয়ে খেলবে। পাশাপাশি অংশ নেবে মেয়েদের অনূর্ধ্ব-১৯ দলের উদ্বোধনী আসরে। হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়ে চন্দরপল বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের মেয়েদের জাতীয় দল ও অনূর্ধ্ব-১৯ দলে যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত।’

২০০৫ সাল থেকে যুক্তরাষ্ট্রের ওরলান্ডো ফ্লোরিডায় বসবাস করছেন চন্দরপল। তখন থেকে স্থানীয় ক্রিকেটের সঙ্গে ভালোভাবে যুক্ত। সদস্য হিসেবে রয়েছেন সারাসোটা আন্তর্জাতিক ক্রিকেট ক্লাবেরও।

পূর্ববর্তী নিবন্ধওপিএ, সাউথ এন্ড, ফ্রেন্ডস ও কোয়ালিটি সেমিতে
পরবর্তী নিবন্ধছেলেদের সমান পারিশ্রমিক কিউই মেয়েদেরও