যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে এক অভিবাসন কর্মকর্তার গুলিতে ৩৭ বছর বয়সী এক নারী নিহত হওয়ার জেরে শহরটিতে রাতভর বিক্ষোভ হয়েছে। মার্কিন ফেডারেল কর্মকর্তারা বলছেন, রেনে নিকোল গুড নামের ওই নারী তার গাড়ি অভিবাসন কর্মকর্তাদের ওপর তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন। খবর বিডিনিউজের।
তবে মিনিয়াপোলিসের মেয়র এ ভাষ্য প্রত্যাখ্যান করে বলেছেন, ওই নারীর ওপর গুলি চালানো কর্মকর্তা বেপরোয়া আচরণ করেছেন। ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার (আইসিই) কর্মকর্তারা রাস্তার মাঝখানে রাখা একটি গাড়ির দিকে এগিয়ে যান, তা দেখে গাড়ির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এক কর্মকর্তা চালকের দিকে বন্দুক তাক করেন। এরপর অন্তত দুটি গুলির শব্দ শোনা যায়।
মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে বিবিসি। অবৈধ অভিবাসীদের ধরতে হোয়াইট হাউসের দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে মিনেসোটার মিনিয়াপোলিসে কয়েকশ আইসিই এজেন্ট মোতায়েন করা হয়েছে। গুলির ঘটনার পর মিনিয়াপোলিসের ডেমোক্র্যাট মেয়র জ্যাকব ফ্রে খুব বাজে ভাষায় গালাগালি করে আইসিই এজেন্টদের শহর ছেড়ে যেতে তাগাদা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ঘটনার প্রত্যক্ষদর্শীদের ভিডিও অনুযায়ী, বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটের দিকে গুলির ঘটনা ঘটেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি মেরুন এসইউভি শহরের একটি আবাসিক এলাকার রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। ফুটপাতে কিছু লোকজনকে সারিবদ্ধভাবে দেখা যাচ্ছে, তারা সম্ভবত বিক্ষোভ করছিলেন।












