যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা নেওয়ার হুমকি উত্তর কোরিয়ার

| বুধবার , ২ নভেম্বর, ২০২২ at ৭:৩৬ পূর্বাহ্ণ

দক্ষিণ কোরিয়ার একের পর এক মহড়ার পাল্টায় পিয়ংইয়ং সামপ্রতিক সপ্তাহগুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তারা ২০১৭ সালের পর প্রথমবার একটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে বলে পশ্চিমা গোয়েন্দারা অনুমানও করছেন। যুক্তরাষ্ট্র যদি মারাত্মক সামরিক উসকানি অব্যাহত রাখে, তাহলে উত্তর কোরিয়া এর পাল্টায় আরও শক্তিশালী ব্যবস্থার কথা বিবেচনায় নেবে। ওয়াশিংটন যদি তাদের নিরাপত্তা স্বার্থের জন্য উপযুক্ত নয় এমন গুরুতর কোনো কিছু দেখতে না চায় তাহলে তাদের উচিত অর্থহীন ও অকার্যকর যুদ্ধ মহড়া এই মুহূর্তে বন্ধ করা। খবর বিডিনিউজের।
তারা যদি তা না করে, তাহলে পরিণতির সব দায়ভার তাদেরই নিতে হবে, বিবৃতিতে বলেছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার এবারের সামরিক মহড়ার নাম সতর্ক ঝড়, এতে অংশ নেওয়া কয়েকশ উড়োজাহাজ ২৪ ঘণ্টা ধরে কল্পিত শত্রুর বিরুদ্ধে হামলা চালাবে। গত মাসের শুরুর দিকে ওয়াশিংটন তাদের পারমাণবিক শক্তিধর বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগানকে কোরীয় উপদ্বীপে মোতায়েন করেছিল, এর মাধ্যমে তারা উত্তরের প্রতি এক ধরনের সতর্কবার্তাই দিয়েছিল বলে ধারণা অনেক বিশ্লেষকের। বিমানবাহী রণতরীটি ওই এলাকায় একাধিক নৌমহড়ায়ও অংশ নেয়। পারমাণবিক শক্তিধর বিমানবাহী রণতরীর ‘বিরল’ ওই মোতায়েন উত্তর কোরিয়ার যেকোনো উসকানির বিরুদ্ধে দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র মিত্রতা যে কী দৃঢ় প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত, তাই দেখিয়েছে, বলেছে সিউল।
রণতরীটি এখন ফিলিপিন্স সাগরে অবস্থান করছে। অক্টোবরে উত্তর কোরিয়া বলেছিল, তারা দক্ষিণে পারমাণবিক হামলার অনুকরণে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সেসব ক্ষেপণাস্ত্র সফলভাবে দক্ষিণ কোরিয়ার সামরিক ঘাঁটি, বন্দর ও বিমানবন্দরের অনুকরণে বানানো লক্ষ্যে আঘাত হেনেছে। ওই ক্ষেপণাস্ত্রগুলো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এমন নকশায় বানানো হয়েছে বলেও দাবি করেছে তারা।
সেপ্টেম্বরে দেশটির শীর্ষ নেতা কিম জং উন উত্তর কোরিয়াকে ‘কখনোই পরিবর্তন করা যাবে না’ এমন পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ঘোষণা করে এর পারমাণবিক অস্ত্র ব্যবহারের আইন বদলেছেন। নতুন আইনে দেশটি এখন চাইলে তার জাতীয় স্বার্থের জন্য হুমকির ওপর আগেভাগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে, তাদের আগের নীতিতে, উত্তর কোরিয়া কেবল হামলার প্রতিক্রিয়াতেই ওই অস্ত্র ব্যবহার করতে পারতো। চলতি বছর উত্তর কোরিয়া তাদের ক্ষেপণাস্ত্র ছোড়ার মাত্রাও বাড়িয়েছে, চলতি বছর এখন পর্যন্ত দেশটি ৪০টিরও উপর ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর আগে দেশটি কখনোই এক বছরে এত ক্ষেপণাস্ত্র ছোড়েনি।

পূর্ববর্তী নিবন্ধগ্রিসের উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে নিখোঁজ বহু
পরবর্তী নিবন্ধকিয়েভে পানির জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা