যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের ইন্ডিয়ানাপোলিস শহরের এক মার্কেটে বন্দুকধারীর গুলিতে তিন জন নিহত হওয়ার পর এক পথচারীর গুলিতে ওই বন্দুকধারীও নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার বিকালের এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
নগরীর একপ্রান্তের গ্রিনউড পার্ক মলের ফুড কোর্টে ঘটনাটি ঘটেছে বলে গ্রিনউডের পুলিশ প্রধান জিম আইসনকে উদ্ধৃত করে জানিয়েছে ইন্ডিয়ানাপোলিস স্টার।
সংবাদপত্রটির প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র একজন পথচারী গোলাগুলির ঘটনাটি দেখে বন্দুকধারীকে গুলি করে বলে বিশ্বাস পুলিশের। খবর বিডিনিউজের।