যুক্তরাষ্ট্রের অভিবাসীদের মধ্যে অনেক খারাপ জিন আছে : ট্রাম্প

| বুধবার , ৯ অক্টোবর, ২০২৪ at ৬:৪৫ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের মধ্যে অনেক খারাপ জিন আছে বলে মন্তব্য করেছেন দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডনাল্ড ট্রাম্প। সোমবার এক সাক্ষাৎকারে অবৈধ অভিবাসীদের দ্বারা সংঘটিত কথিত খুন নিয়ে আলোচনার সময় মন্তব্য করেন তিনি। খবর বিডিনিউজের।

রয়টার্স জানিয়েছে, রক্ষণশীল ভাষ্যকার হিউ হিউয়েটকে দেওয়া সাক্ষাৎকারে ৫ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের অভিবাসন নীতি নিয়ে আলোচনা করার সময় এ কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, কীভাবে মানুষকে একটি উন্মুক্ত সীমান্তে আসতে অনুমতি দেয়, যাদের ১৩ হাজারই খুনি। তিনি আরও বলেন, তাদের অনেকেই একাধিক ব্যক্তিকে হত্যা করেছে আর এখন যুক্তরাষ্ট্রে আরামে বসবাস করছে। এখন একজন খুনি, আমি এটা বিশ্বাস করি, এটি তাদের জিনে আছে। আর এখন আমাদের দেশে এরকম প্রচুর খারাপ জিন আছে। যুক্তরাষ্ট্রের এই সাবেক প্রেসিডেন্ট তার নির্বাচনী প্রচার চলাকালে বারবার অভিবাসীদের আক্রমণ করে কথা বলেছেন, বিশেষভাবে যারা অপরাধের সঙ্গে জড়িত। এদের নিয়ে মন্তব্য করতে গিয়ে কখনো কখনো তিনি অমানবিক ভাষাও ব্যবহার করছেন আর ক্রমাগতভাবে অত্যন্ত বিস্তারিত বিবরণ দেওয়া শুরু করেছেন। যদিও অনেকগুলো গবেষণা ফলাফলে উঠে এসেছে যে, স্থানীয়ভাবে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া আমেরিকানদের চেয়ে অভিবাসীদের অপরাধের হার বেশি নয়।

পূর্ববর্তী নিবন্ধসস্তা হোটেলে বসে নোবেল জয়ের খবর পেলেন এআই গডফাদার
পরবর্তী নিবন্ধহামলার বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করল ইরান