যুক্তরাষ্ট্রে হট এয়ার বেলুন বিধ্বস্ত হয়ে নিহত ৫

| সোমবার , ২৮ জুন, ২০২১ at ৭:১৩ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের নিউ মেঙিকোতে একটি ‘হট এয়ার’ বেলুন বৈদ্যুতিক লাইনের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়ে পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার নিউ মেঙিকোর বৃহত্তম শহর আলবুকার্কির একটি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। পুলিশ জানিয়েছে, বেলুনটি বাতাস বাহিত হয়ে বৈদ্যুতিক লাইন গিয়ে পড়েছিল বলে মনে করা হচ্ছে। বৈদ্যুতিক লাইনের সঙ্গে ধাক্কা লাগার পর বেলুনটিতে আগুন ধরে যায়। পুলিশ আরও জানায়, বেলুনটির চালক ও অপর তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন, চতুর্থ যাত্রীকে সঙ্কটজনক অবস্থায় আলবুকার্কি হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুই জন নারী। খবর বিডিনিউজের।
যুক্তরাষ্ট্রের ফেডারেল বিমান পরিবহন প্রশাসনের এক প্রতিবেদন অনুযায়ী, বেলুনের ঝুড়িটি আলবুকার্কির ওয়েস্ট সাইড এলাকার একটি রাস্তার পাশে একটি ওষুধের দোকানের সামনে পড়ে বিধ্বস্ত হয়। স্থানটি আলবুকার্কি আন্তর্জাতিক সানপোর্ট বিমানবন্দর থেকে ১০ কিলোমিটার পশ্চিমে।
দুর্ঘটনার সময় বেলুনটি ঝুড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে অন্য কোথাও পড়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহতদের সবার বয়স ৪০ থেকে ৬০ বছরের মধ্যে বলে জানিয়েছে তারা কিন্তু কারও নাম প্রকাশ করেনি। দুর্ঘটনার পর ওই এলাকাটির ১৩ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ান নাগরিকদের জন্য ‘স্পুটনিক লাইট’ ভ্যাকসিন
পরবর্তী নিবন্ধহংকং মেরিনাতে আগুন, ডুবে গেছে ১০ কেবিন ক্রুজার