জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতে না পারা সরকারবিরোধী চরমপন্থিদের সম্ভাব্য হুমকির কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ দেশজুড়ে সন্ত্রাসবিরোধী সতর্কতা জারি করেছে। বুধবার এ সতর্র্কতা জারি করে দেশটির নিরাপত্তা প্রধানরা বলেছেন, নভেম্বরের নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তুষ্ট লোকদের মধ্য থেকে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের উচ্চ ঝুঁকি আছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলেছে, ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলা কিছু চরমপন্থিকে সাহসী করে তুলতে পারে। ‘সরকারি কর্তৃপক্ষগুলোর কার্যক্রম নিয়ে হতাশ ব্যক্তিদের’ থেকে হুমকি আসতে পারে বলে এক ঘোষণায় সতর্ক করেছে তারা। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো চক্রান্তের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে। নির্বাচনে জো বাইডেনের জয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে কংগ্রেসের বৈঠক চলাকালে মার্কিন ক্যাপিটল ভবনে হামলা চালানো হয়েছিল। এর আগে হোয়াইট হাউসের সামনে নিজের কয়েক হাজার সমর্থকের উপস্থিতিতে দেওয়া ভাষণে ট্রাম্প, তার কাছ থেকে নির্বাচন চুরি করে নেওয়া হয়েছে বলে ভিত্তিহীন অভিযোগ তুলেছিলেন। সমর্থকদের তিনি বলেন, তোমরা যদি প্রাণপণ লড়াই না কর তাহলে তোমাদের আর কোনো দেশ থাকবে না।