যুক্তরাষ্ট্রে সংক্রমণ ফের বাড়ছে

| বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২০ at ১১:০১ পূর্বাহ্ণ

চিকিৎসক ও বিশেষজ্ঞদের আশঙ্কা সত্যি প্রমাণ করে নির্বাচনের আগে আবার হু হু করে মহামারি করোনার সংক্রমণ বাড়ছে যুক্তরাষ্ট্রে। পরিসংখ্যান বলছে, দেশটিতে গত ২৩ ও ২৪ অক্টোবর ৮৪ হাজার ২৪৪ ও ৭৯ হাজার ৮৫২ জন করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন। দৈনিক সংক্রমণের নিরিখে যা এখনও পর্যন্ত রেকর্ড। খবর বাংলানিউজের।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে প্রকাশ, প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে এই রেকর্ড সংক্রমণের প্রভাব ভোট বাঙে ভালো রকমই পড়বে বলে মনে করা হচ্ছে। তার একটা বড় কারণ হলো হাড্ডাহাড্ডি লড়াই চলছে এমন পাঁচটি প্রদেশেই গত কয়েক দিন ধরে সংক্রমণের মাত্রা বাড়ছে। এই পাঁচ প্রদেশ হলো ওহায়ো, মিশিগান, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভ্যানিয়া ও উইসকনসিন। গত কয়েক দিনেই হাসপাতালে উপচে পড়া ভিড়ের চেনা ছবিটা ফিরে এসেছে। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুও। এদিকে, নিজের চিফ অব স্টাফের করোনা পজিটিভ হওয়া সত্ত্বেও ভোট প্রচার বন্ধ না রাখার সিদ্ধান্ত নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে আগাম ভোট ছাড়াল সাত কোটি
পরবর্তী নিবন্ধমুসলিম দেশগুলোতে ফরাসিদের বিশেষ সতর্কতা