যুক্তরাষ্ট্রে বাস করা মিয়ানমারের কয়েক হাজার নাগরিকের সাময়িক আশ্রয় বাতিল করার ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সোমবার এক নোটিসে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলেছে, তারা যুক্তরাষ্ট্রে চালু থাকা অস্থায়ী সুরক্ষা মর্যাদা বন্ধ করছে। খবর বিডিনিউজের।
মিয়ানমার আর টিপিএস এর শর্ত পূরণ করছে না বলে নোটিসে জানায় তারা। মিয়ানমারের নাগরিকদের জন্য চালু থাকা অস্থায়ী সুরক্ষা মর্যাদা (টিপিএস)-এর মেয়াদ শেষ হওয়ার কথা মঙ্গলবারে। তার আগেই ফেডারেল রেজিস্টারে প্রকাশিত ওই নোটিসে বলা হয়, মিয়ানমারের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং যুক্তরাষ্ট্রের যথাযথ সরকারি সংস্থাগুলোর সঙ্গে আলোচনার পর হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম নির্ধারণ করেছেন যে, মিয়ানমার আর টিপিএস মর্যাদা বজায় রাখার শর্ত পূরণ করছে না।
নোটিসে আরও জানানো হয়, টিপিএস বাতিলের সিদ্ধান্তটি ৬০ দিনের মধ্যে কার্যকর হবে। হোমল্যান্ড সিকিউরিটির হিসেবমতে, যুক্তরাষ্ট্রে টিপিএস মর্যাদায় বস করা মিয়ানমারের নাগরিকের সংখ্যা প্রায় ৪ হাজার। ট্রাম্পের আগের প্রশাসন, ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে, ২০২৪ সালের ২৬ মে থেকে এই মর্যাদার মেয়াদ ১৮ মাস বাড়ানো হয়েছিল, যা চলমান থাকার কথা ২৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত। কিন্তু চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর অভিবাসন নীতি কঠোর করেছেন। এর অংশ হিসেবে তখন থেকেই বেশ কয়েকটি দেশের নাগরিকদের টিপিএস মর্যাদা বাতিল করেছেন তিনি।











