যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত চট্টগ্রামের শিক্ষার্থীর নামে বৃত্তি চালু

| শুক্রবার , ৩১ মার্চ, ২০২৩ at ৫:২৮ পূর্বাহ্ণ

মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশী শিক্ষার্থী সৈয়দ আরিফ ফয়সালের নামে বৃত্তি চালুর ঘোষণা দিয়েছে দেশটির ইউনিভার্সিটি অভ ম্যাসাচুসেটস। বিশ্ববিদ্যালয়টির ২০ বছর বয়সী শিক্ষার্থী ফয়সাল ক্যামব্রিজ পুলিশের গুলিতে নিহত হন গত জানুয়ারিতে। তিনি চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের বাসিন্দা ডা. এস এম মজিবুল্লাহ ও সাহেদা দম্পতির একমাত্র পুত্র। তার নানা উত্তর ফটিকছড়ির দাঁতমারার মরহুম সৈয়দ আবুল বশর মাস্টার।

সম্প্রতি ফয়সালের জন্য এক স্মরণসভার আয়োজন করে তার পরিবার, বন্ধুবান্ধব এবং অন্যান্য শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির আচার্য মার্সেলো সুয়ারেজঅরজকো গত সপ্তাহে ফয়সালের নামে একটি বৃত্তি চালুর এ ঘোষণা দেন যাতে ইউনিভার্সিটি অভ ম্যাসাচুসেটসে তার স্মৃতি জাগ্রত থাকা নিশ্চিত হয়। সৈয়দ আরিফ ফয়সালের নামে এ বৃত্তি আর্থিক সাহায্য প্রয়োজন এমন মেধাবী শিক্ষার্থী যারা সরকারি চাকরিতে ক্যারিয়ার গড়তে আগ্রহী তাদের শিক্ষা কার্যক্রমে সাহায্য করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাধ্যমত সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে
পরবর্তী নিবন্ধঅসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে দরকার আন্তঃধর্মীয় সম্পর্ক উন্নয়ন