যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে নিহত বেড়ে ৩১

| সোমবার , ১৭ মার্চ, ২০২৫ at ৪:৫১ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল ও দক্ষিণপূর্বাঞ্চলের বেশ কিছু অঙ্গরাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া অনেকগুলো টর্নেডোর তাণ্ডবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এসময় বহু বাড়ি ধ্বংস হয়েছে আর গাড়ি উল্টে পড়েছে। মধ্যাঞ্চলীয় মিজৌরি অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি, ১২ জনের মৃত্যু হয়েছে। খবর বিডিনিউজের।

কানসাসে একটি ধূলি ঝড়ের মধ্যে ৫৫টিরও বেশি গাড়ি দুর্ঘটনায় পড়ে মৃত্যু হয়েছে অন্তত আট জনের। পাওয়ারআউটেজের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা পর্যন্ত মিশিগান, মিজৌরি ও ইলিনয়সহ পাঁচটি অঙ্গরাজ্যের এক লাখ ৭০ হাজারের বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন ছিল। বিবিসি জানিয়েছে, ওই অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হবে বলে ধারণা করা হচ্ছে।

লুইজিয়ানার পূর্বাঞ্চল, জর্জিয়ার পশ্চিমাঞ্চল, টেনেসির মধ্যাঞ্চল ও ফ্লোরিডা প্যানহ্যান্ডেলের পশ্চিমাঞ্চলে টর্নেডো বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পুরো দক্ষিণপূর্বাঞ্চলজুড়ে খারাপ আবহাওয়া বিরাজ করায় মিসিসিপির মধ্যাঞ্চলে, লুইজিয়ানার পূর্বাঞ্চলে, টেনেসির পশ্চিমাঞ্চলে এবং অ্যালাবামা ও আরকানসর কিছু অংশে হঠাৎ বন্যা ও বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) বলেছে, এসব বন্যা প্রাণঘাতী হয়ে উঠতে পারে। শনিবার রাতজুড়ে অ্যালাবামায় অনেকগুলো টর্নেডো বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এলাকাগুলোতে অনেকগুলো তীব্র থেকে অতি তীব্র শক্তিশালী টর্নেডো তাণ্ডব চালাতে পারে বলে এনডব্লিউএস সতর্ক করেছে।

পরিস্থিতিকে বিশেষভাবে বিপজ্জনক বলে অভিহিত করেছে। এনডব্লিউএস বলেছে, আপনি যদি এই এলাকাগুলোতে বাস করেন, তাহলে শক্ত কাঠামোর মধ্য থাকার ব্যবস্থা করুন এবং ঝড় চলে না যাওয়া পর্যন্ত সেখানে অবস্থান করুন। মিজৌরির গভর্নর মাইক কেহো বলেছেন, অঙ্গরাজ্যটি মারাত্মক ঝড় ও টর্নেডোতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং প্রাণহানির ঘটনা ঘটেছে।

মিজৌরির জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদনগুলো থেকে ইঙ্গিত পাওয়া গেছে এ পর্যন্ত ১৯টি টর্নেডো ২৫ কাউন্টিতে আঘাত হেনেছে। কর্মকর্তারা জানিয়েছেন, মিজৌরির ওজার্ক, বাটলার, ওয়েন এবং জেফারসন কাউন্টিতে অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে।

আরকানসতে টর্নেডোর তাণ্ডবে অন্তত তিনজন নিহত ও ২৯ জন আহত হয়েছেন বলে ডিভিশন অব ইমার্জেন্সি ম্যানেজমেন্ট জানিয়েছে। এ পরিস্থিতিতে গভর্নর সারা হাকাবি স্যান্ডার্স অঙ্গরাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন।

জর্জিয়ার গভর্নর ব্রায়ন কেম্পও জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ওকালাহোমা অঙ্গরাজ্যের গভর্নর কেভিন স্টিট জানিয়েছেন, সেখানে টর্নেডো বয়ে যাওয়ার সময় রাস্তায় একজনের মৃত্যু হয়েছে।

দক্ষিণাঞ্চলীয় টেক্সাসের অ্যামারিলো কাউন্টিতে শুক্রবার রাতে ধূলি ঝড়ের মধ্যে সড়ক দুর্ঘটনায় আরও তিনজনের মৃত্যু হয়, জানিয়েছে অঙ্গরাজ্যটির ডিপার্টমেন্ট অব পাবলিক সেইফটি। প্রায় ৩৮টি গাড়ি একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এরপর টেক্সাসে আরও একজনের মৃত্যু হয়।

ধ্বংসাত্মক এসব টর্নেডোর প্রভাব টেক্সাস, আরকানস ও ওকলাহোমায় শতাধিক দাবানল শুরু হয়েছে বলে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ জানিয়েছে। ঝড়ের মধ্যে বেশ কয়েকটি ট্রেইলার ট্র্যাক উল্টে পড়েছে।

ওকলাহোমায় ৮৪০ রোড ফায়ার নামে পরিচিতি পাওয়া একটি দাবানলে ইতোমধ্যেই ২৭ হাজার ৫০০ একর এলাকা পুড়ে গেছে। এ পরিস্থিতিতে ওকলাহোমা ফরেস্ট্রি পরিষেবা অঙ্গরাজ্যটির প্যানহ্যান্ডেল এলাকায় রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করেছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক ও অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, সম্ভাব্য টর্নেডো আউটব্রেকের মুখে থাকায় মিসিসিপিতে উচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে।

দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবার আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের আবহাওয়াবিদ ডেভিড রথ জানিয়েছেন, আরকানস, ইলিনয়, মিসিসিপি ও মিজৌরিতে শুক্রবার রাতে ও শনিবার সকালে নিম্নচাপের কারণে শক্তিশালী বজ্রঝড়ের সৃষ্টি হয়েছে, এর ফলে ২৬টি টর্নেডোর খবর পাওয়া গেছে।

পূর্ববর্তী নিবন্ধবর্জ্য ব্যবস্থাপনায় হাঁস-মুরগির খাবার
পরবর্তী নিবন্ধইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত ৩১, সপ্তাহব্যাপী অভিযানের ছক