যুক্তরাষ্ট্রে জাতি-ধর্মগত বিদ্বেষমূলক হামলার ঘটনা গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে বলে সে দেশের তদন্ত সংস্থা এফবিআইয়ের এক রিপোর্টে বলা হয়েছে। রিপোর্টে বলা হয়, ২০১৯ সালে এই কারণে খুনের ঘটনা ঘটেছে ৫১টি। তার আগের বছরের তুলনায় এই সংখ্যা দ্বিগুণেরও বেশি। গত বছরের আগস্টে টেক্সাসের এল পাসো শহরে মেক্সিকানদের ওপর চালানো হামলায় ২২ ব্যক্তি নিহত হয়। খবর বিবিসি বাংলার।
২০১৪ সাল থেকে যুক্তরাষ্ট্রে প্রতি বছর জাতি-ধর্মগত বিদ্বেষমূলক অপরাধের ঘটনা বাড়ছে। গোঁড়ামি ও বর্ণবিদ্বেষ নিয়ে বক্তব্য বাড়ার সাথে সাথে এ ধরনের অপরাধের সংখ্যা বাড়ছে।