যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীর হামলা। মিশিগানের মর্মন গির্জায় ঢুকে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ৪ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ এ খবর জানিয়েছে। পুলিশের পাল্টা গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছে। জনগণের জন্য আপাতত আর কোনও হুমকি নেই বলে নিশ্চিত করেছে পুলিশ। খবর বিডিনিউজের। কর্মকর্তারা জানিয়েছেন, রোববার সকালে ডেট্রয়েট থেকে ৬০ মাইল উত্তরপশ্চিমে গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরে জেসাস ক্রাইস্ট লেটার–ডে সেইন্ট (এলডিএস) বা মর্মন গির্জায় সন্দেহভাজন এক ব্যক্তি চলন্ত গাড়ি নিয়ে সামনের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে, এরপর আধা–স্বয়ংক্রিয় রাইফেলে দিয়ে গুলি ছোড়ে। ৪০ বছর বয়সী ওই ব্যক্তি চার্চে আগুন লাগিয়ে দেয়। ঘটনার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এতে অন্তত চারজন নিহত ও আটজন আহত হয়েছেন। পুলিশের সঙ্গে গোলাগুলিতে সন্দেহভাজনও নিহত হয়েছেন। রয়টার্স জানিয়েছে, সন্দেহভাজনকে টমাস জ্যাকব সানফোর্ড (৪০) বলে শনাক্ত করা হয়েছে। সানফোর্ড মার্কিন মেরিনের সাবেক সদস্য। থাকতেন নিকটবর্তী শহর বার্টনে। তার দেওয়া আগুনে গির্জাটি দাউ দাউ করে জ্বলতে থাকে আর ধোঁয়া বের হতে থাকে। বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির নাম জানানো হয়নি। তদন্তকারীরা বলেছেন, তারা হামলার উদ্দেশ্য জানার চেষ্টা করছেন। তারা বন্দুকধারীর সেল ফোন রেকর্ড ও জিনিসপত্র খুঁজছেন। কর্মকর্তারা জানিয়েছেন, গোলাগুলিতে দুইজন নিহত ও আটজন আহত হন। এর কয়েক ঘণ্টা পর ভস্মীভূত গির্জার ভেতর থেকে আরও দুটি মৃতদেহ উদ্ধার করা হয়। গির্জাটি তখনও পরিষ্কার করা হয়নি এবং সেখানে আরও মৃতদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তদন্তে সহায়তা করতে ১০০ এফবিআই এজেন্টকেও কাজে নামানো হয়েছে বলে জানিয়েছে গ্র্যান্ড ব্ল্যাঙ্কের পুলিশ।












