যুক্তরাষ্ট্রে একদিনে কোভিড-১৯ জনিত সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে, মারা গেছে ৩ হাজার ৫৪ জন। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে করোনা ভাইরাস মহামারী শুরু হওয়ার পর থেকে কোনো দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা এটি। এর আগে ৭ মে দেশটিতে একদিনে সবচেয়ে বেশি লোকের মৃত্যু হয়েছিল, সেদিন ২ হাজার ৭৬৯ জন মারা গিয়েছিল বলে জানিয়েছে বিবিসি।