যুক্তরাষ্ট্রে ইউএসএআইডির ১৬০০ কর্মী ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন

| মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৩২ পূর্বাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বলেছে, তারা অন্য দেশে যুক্তরাষ্ট্রের সহায়তা পৌঁছে দেওয়া প্রধান সংস্থা ইউএসএআইডির যুক্তরাষ্ট্রে কর্মরত এক হাজার ৬০০ কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে। খবর বিডিনিউজের।

শীর্ষ পদধারী ও অত্যাবশ্যকীয় কর্মীরা বাদে বাকিদের সবেতন প্রশাসনিক ছুটিতেও পাঠানো হচ্ছে বলে রোববার তারা জানিয়েছে।

দেশের বাইরে প্রভাব বিস্তারে যুক্তরাষ্ট্রের নরম কূটনীতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ইউএসএআইডির ডানা কেটে দিতে ধনকুবের ইলন মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি যে উদ্যোগ নিয়েছে, তার অংশ হিসেবেই কর্মীদের চাকরিচ্যুত করা হচ্ছে। দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আপনি কর্মী সংখ্যা কমানোর যে পদক্ষেপ তার আওতায় পড়েছেন, চাকরি যাওয়া এক কর্মীকে পাঠানো ইমেইলে এভাবেই বলা হয়েছে, বার্তা সংস্থা রয়টার্স ইমেইলটি যাচাই করে নিশ্চিত হয়েছে।

এই নোট যারা পেয়েছেন তাদের চাকরিচ্যুতি ২৪ এপ্রিল থেকে কার্যকর হবে, বলা হয়েছে ওই ইমেইলে। রোববার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় মধ্যরাতের আগে আগে ইউএসএআইডির ওয়েবসাইটে বলা হয়, অত্যাবশ্যকীয় কর্মী বাদে বাকি সকল সরাসরি নিয়োগপ্রাপ্তদের ছুটিতে পাঠানো হবে, পাশাপাশি যুক্তরাষ্ট্রে কর্মরত এক হাজার ৬০০ জনের চাকরিও যাবে।

পূর্ববর্তী নিবন্ধখনিজ চুক্তির দ্বারপ্রান্তে ইউক্রেন-যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধকক্ষপথ থেকে পৃথিবীর চেহারা দেখাল যুক্তরাষ্ট্রের গোপন প্লেন